ডেস্ক রিপোর্ট:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি।একটা বড় দল বলছে এভাবে নির্বাচন করবে না। আরেকটা দল বলছে নির্বাচন করবে।আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন।এটা অনাকাঙিক্ষত কিংবা কাঙিক্ষত যেটাই হোক। কিন্তু রাজনৈতিক পরিমন্ডলে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক। আমরা চাই নির্বাচনটা হোক।আমার ইচ্ছামতো হোক কিংবা আপনার ইচ্ছামতো হোক সেটি নয়। একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আমরা চাই।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কারও প্রতি আমাদের অনুরাগ-বিরাগ নেই। আমরা চাই সকল দল নির্বাচন অংশগ্রহণ করুক। আমাদের কাজ আমরা করবো। ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার ব্যবস্থা করা।কোন বাক্সে ভোট যাবে, কে কাকে ভোট দেবে সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। কেউ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আমরা তা প্রতিহত করব।
সেরা টিভি/মামুন