ডেস্ক রিপোর্ট:
এনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাতে তাঁকে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। এর দুই ঘণ্টা পর রাত ৯টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান তিনি। সে সময় জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তার আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে।
গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। এর ছয় দিনের মাথায় মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলো।
খালেদা জিয়া ২০২০ সালে ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন।
সেরা টিভি/আকিব