‘বাপা’ আয়োজিত বিশেষ ক্যান্ডিডেট ফোরাম ৯ অক্টোবর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
‘বাপা’ আয়োজিত বিশেষ ক্যান্ডিডেট ফোরাম ৯ অক্টোবর - Shera TV
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

‘বাপা’ আয়োজিত বিশেষ ক্যান্ডিডেট ফোরাম ৯ অক্টোবর

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশী আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা) যুক্তরাষ্ট্রের একটি প্লাটফর্ম, যার মূল উদ্দেশ্য হলো সারা আমেরিকাব্যাপী বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা, সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের স্থানীয়, রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের মূলধারার রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহন ও ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্ম সহ সকল নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করা এবং মূলধারার রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণ এবং নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে যথাসাধ্য সার্বিক সহযোগিতা প্রদান করা। 

আলোচনা সভায় যেসব বাংলাদেশী-আমেরিকান নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন:

এবারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী,

·                   জশ উদ্দিন (জসিম উদ্দীন), ফর জর্জিয়া স্টেট সেনেট্ ডিস্ট্রিক্ট ৪৮

·                   নাবিলা ইসলাম, ফর জর্জিয়া স্টেট ৭থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট

·                   কেসি চৌধুরী (কাজী চৌধুরী), ফর টেক্সাস স্টেট ৯৩র্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট

 

আমদের এই প্রয়াসের অন্যতম বিশেষ পদক্ষেপ হিসেবে আমরা এবার আয়োজন করেছি  আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্টের মূলধারার রাজনৈতিক অঙ্গনে আমাদের  বাংলাদেশী-আমেরিকান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আসন্ন নির্বাচন, মূলধারার রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বাংলাদেশী সমাজের ভোট প্রদানের গুরুত্ব, বাংলদেশী-আমেরিকানদের মূলধারার রাজনৈতিক প্রতিযোগিতায় বা প্রার্থীতায় সাহায্য করার জন্য বাপা’র ভূমিকা এবং আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি ভার্চ্যুয়াল আলোচনা সভা। আগামী  ৯ই অক্টোবর ২০২২, রবিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ((ইস্টার্ন টাইম) মূলধারার নেতৃবৃন্দদের নিয়ে এই গুরুত্বপূর্ণ   আলোচনা সভার  আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের  জন্য মূলধারার এইসব নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্ব বা  আলোচনা করার সুযোগ রয়েছে। আপনাদের অংশগ্রহণ এবং সহভাগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই ওয়েবিনার বা আলোচনা সভায় যোগদান করার জন্য। সভায় যোগদান করার জন্য ফ্রি  রেজিস্ট্রেশন লিংকটি নিম্নে প্রদান করা হলো, আপনারা সবাই  রেজিস্ট্রেশন করে এই গুরুত্বপূর্ণ ভার্চ্যুয়াল সভায় (জুম মিটিং) যোগদান  করে তাদের উৎসাহিত করুন, আপনাদের সবার অংশগ্রহণ ও সহযোগিতার প্রতীক্ষায় রইলাম।

FREE Registration Link:

You must register for FREE to interact with the Candidates and ask them questions @ shorturl.at/glrYZ

 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

ইমেইল: [email protected]

ওয়েবসাইট:: https://bapanow.com,  https://www.facebook.com/BAPANow

 

ধন্যবাদান্তে,

রেদোয়ান চৌধুরী, কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশী আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা)

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360