প্রায় দুই লাখ বেশি ভোট পেয়ে বিজয়ী ওবায়দুল কাদের - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
প্রায় দুই লাখ বেশি ভোট পেয়ে বিজয়ী ওবায়দুল কাদের - Shera TV
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

প্রায় দুই লাখ বেশি ভোট পেয়ে বিজয়ী ওবায়দুল কাদের

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

ডেস্ক রিপোর্ট: 

অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ১ লক্ষ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) থেকে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার খাজা তানভির আহমেদ লাঙল প্রতীকে ৯ হাজার ৭০২ ভোট।

আজ রবিবার রাতে রিটানিং অফিসার নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নৌকা প্রতিকে ওবায়দুল কাদেরকে বিজয়ী ঘোষণা করেন। নোয়াখালী-৫ আসনে কোম্পানীগঞ্জ উপজেলার ৭০টি এবং কবিরহাট উপজেলার ৬২টি, মোট ১৩২ কেন্দ্রে মোট ভোট পড়ে ২ লক্ষ ১২৩২টি।

এর মধ্যে বাতিল ভোট ৪ হাজার ৪৯৪টি।এ ছাড়া অপর প্রার্থীদের মধ্যে জাসদের মশাল প্রতিকে মুখসুদুর রহমান মানিক এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতিকে শাকিল মাহমুদ চৌধুরী সমান ২ হাজার ১৩২ ভোট পান এবং অপর প্রার্থী ইলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামসুদ্দোহা চেয়ার প্রতীকে ১ হাজার ৪৯৩ ভোট পান।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360