ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদের ২৭ কিলোমিটার উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আবারও রকেট হামলা করা হয়েছে। শনিবার ওই ঘাঁটিতে অবস্থান করা ইরাকের একজন কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ওই ঘাঁটিতে এ ধরনের হামলা চালানো হলো।
ওই কর্নেল জানান, অন্তত ১০টি রকেট ঘাঁটিতে আঘাত হেনেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।
তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। আমেরিকার দুজন এবং ব্রিটেনের একজন সেনা নিহত হয়। তবে ওই হামলার ঘটনায়ও কেউ দায় স্বীকার করেনি।
এদিকে বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি অস্বীকার করেছে তেহরান।
সেরা নিউজ/আকিব