এম.এ হান্নান, বাউফল:
সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে ৯-৩০ অক্টোবর-১৯ খ্রি: পর্যন্ত ২২দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষেধাজ্ঞা তথা মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে জেলে ও সচেতন নাগরিকদের নিয়ে ‘সচেতনতা সভা’ করেছেন বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার সকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদে ওই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সচেতনতা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে।
প্রধান অতিথি বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমদের সকলের দায়িত্ব। আবরোধ চলাকালিন সময় মা ইলিশ প্রজনন করে। এই নিদিষ্ট সময়টা আমরা মা ইলিশ ধরা থেকে বিরত থাকবো।
এই কার্যক্রম আমাদের সকলের বাস্তাবায়ন করতে হবে। যদি কেউ এই আইন অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সিনিয়ার সহকারি পুলিশ সুপার ( বাউফল-দুমকি সার্কেল) ফারুক হোসেন, বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, বাউফল উপজেলা মৎস্য অফিসার জসিম উদ্দিন, বাউফল উপজেলা সমবয় অফিসার কামরুল আহসান মিয়া।