‘কেন মন হারালো’ দিয়ে বাজিমাত করে দিয়েছেন হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনিয়া নুসরাত। ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শান এর সাথে ডুয়েট গানটি চলতি বছরের ৫ ফেব্রুয়ারী ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে রিলিজ হয়। যা ইতিমধ্যে হৈচৈ ফেলে দিয়েছে মিডিয়া পাড়ায়। সোনিয়া নুসরাত এর বর্তমান কর্মব্যস্ততা ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সেরা নিউজের বিশেষ প্রতিবেদক আকিব মাহমুদ।
কেমন আছেন ?
আলহামদুলিল্লাহ্ বেশ ভালো আছি।
কিছুদিন আগেই ভারতীয় শিল্পী শানের সাথে কাজ করলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
শান দারুন একজন মানুষ। কেন মন হারালো গানের রেকর্ডিং হয়েছে কলকাতায়। গানের রেকর্ডিং এর জন্য তিনি মুম্বাই থেকে কলকাতা এসেছিলেন। খুব হেল্পফুল এবং সাপোর্টিভ একজন মানুষ।
বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন?
শর্টফিল্মে গান করেছি। এছাড়াও কিছু সোলো গান করলাম। প্লে ব্যাক করছি।
কিছুদিন বাদেই পহেলা বৈশাখ, তারপরেই আসছে ঈদ। দুই ফেস্টিভালকে ঘীরে কি চমক নিয়ে আসছেন?
আপাতত পহেলা বৈশাখ ঘিরে চমক নেই। ।তবে ভারতের শিল্পী সোহাম চক্রবর্তীর সাথে ‘বোঝেনা মন’ শিরোনামে গানের রেকর্ডিং এর কাজ শেষ হয়েছে। ডুয়েট গানটি ঈদে রিলিজ পাবে বলে আশা রাখছি।
কেন মন হারালো গান আপনি নিজেই মডেল হয়েছিলেন। এবারের মিউজিক ভিডিওতেও কি মডেল হচ্ছেন ?
হ্যা, কেন মন হারালো গানের মিউজিক ভিডিওতে আমি মডেল ছিলাম। কিন্তু ‘বোঝেনা মন’ এ মডেল থাকব কিনা তা নিশ্চিত নই। আমিও হতে পারি, আবার অন্য কেউও হতে পারে।
সিঙ্গার সোনিয়া নুসরাত কে মডেল হিসেবে পেল দর্শক। চিত্রনায়িকা হিসেবে কি পেতে যাচ্ছি?
না, নায়িকা হিসেবে সিনেমাতে কাজ করার ইচ্ছে নেই। তবে ভালো নাটকে কাজ করার সুযোগ পেলে করব।
আপনার আইডল কে? কার গান শুনে সবথেকে বেশি অনুপ্রানিত হন?
আমি বাংলাদেশের রুনা লায়লা ম্যাম এবং সাবিনা ইয়াসমিন এর গান আমাকে ইন্সপায়ারড করে। বাইরে কোথাও শো থাকলে তাদের গান গাওয়ার চেষ্টা করি। তাছাড়া সামিনা চৌধুরী ম্যামের গান আমার খুব ভালো লাগে। আর ভারতে আমার প্রথম পছন্দ শ্রেয়া ঘোষাল।
আপনার সাফল্য, ক্যারিয়ার এই জার্নিতে কার থেকে কার অবদান সবচেয়ে বেশি? কাকে ক্রেডিট দিতে সাফল্যের?
আমার সাহস, অনুপ্রেরনার মুল উৎস আমার বাবা এবং মা। মূলত আমার ফ্যামিলি গান পাগল ফ্যামিলি। সবাই গান খুব ভালোবাসে। এছাড়া পুরো পরিবারের সকলের উৎসাহতেই আমার এতদূর পর্যন্ত আসা।
সবশেষ প্রশ্ন, কেন মন হারালো দিয়ে বাজিমাত করা সোনিয়া নুসরাতের বাস্তবে কি মন হারিয়েছে?
হা হা, না না মন এখনো হারায়নি। তবে বিষয়টা সিক্রেট। সেরকম কিছু হলে জানবেন নিশ্চই।
উল্লেখ্য ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শানের সাথে ডুয়েট গান করে সাড়া ফেলে দেন তরুন এই সঙ্গীতশিল্পী। সনিয়ার সাথেই বাংলাদেশের অডিওতে প্রথম গান করলেন শান। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। স্বরাজ দেবের ভিডিও পরিচালনায় গানে মডেল হয়েছিলেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত। গানটি ইতিমধ্যে ৮৫ হাজার বার দেখা হয়েছে।
সেরা নিউজ/আকিব