ঝালকাঠি প্রতিনিধি:
নলছিটি উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ,নবায়ন কার্যক্রম শনিবার (২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম, সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।