ইন্টারন্যাশনাল ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত আগামী ১৭ই মার্চ থেকে সব রকম এন্ট্রি ভিসা দেয়া আপাতত বন্ধ করছে। তবে এর বাইরে থাকবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা। শনিবার এ ঘোষণা দেয়া হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এই নিয়ম কার্যকরের আগে যারা ভিসা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ এক বিবৃতিতে বলেছে, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এই ভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ ধারণ করেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সেরা নিউজ/আকিব