অশ্লীলতার নাম ভালোবাসা নয়, ইতিবাচক সৃষ্টি ই ভালোবাসা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
অশ্লীলতার নাম ভালোবাসা নয়, ইতিবাচক সৃষ্টি ই ভালোবাসা - Shera TV
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

অশ্লীলতার নাম ভালোবাসা নয়, ইতিবাচক সৃষ্টি ই ভালোবাসা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০১৯

শেখ সুমন:

ভালোবাসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় এবং মধুর একটি শব্দ।এই শব্দটি পৃথিবীতে ইতিহাস তৈরী করেছে। ভালোবাসার মাধ্যমে একজন মানুষ যেমন আরেক জন অপরিচিত মানুষের মন জয় করতে পারে তেমনি জয় করতে পারে পুরো পরিবার,সমাজ, দেশ ও পৃথিবীকে। ভালোবাসার মাধ্যমে স্বামী তার স্ত্রীর কাছে প্রিয় হয়, সন্তান তার পিতা মাতার কাছে প্রিয় হয়, ভাই তার বোনের কাছে প্রিয় হয়, প্রেমিক তার প্রিয়তমার কাছে প্রিয় হয়। ভালোবাসা শব্দটি একটা ইতিহাস তৈরী করেছে। শাহজাহান তার প্রিয়তমার জন্য তাজমহল তৈরি করেছেন এই ভালোবাসার জন্য। রোমিও জুলিয়েট সৃষ্টি হয়েছে এই ভালোবাসার জন্য। হিটলারের জীবনের অনেক পরিবর্তন এসেছিল এই ভালোবাসার জন্য। এগুলো ছিল প্রেম বা ভালোবাসা। যেটা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়েছে। পৃথিবী যতদিন থাকবে ভালোবাসা ততদিন থাকবে। নতুন নতুন প্রজন্ম আসবে আর ভালোবাসা পাবে আরো নতুনত্ব। ভালোবাসা যে কোন মানুষের সাথে যেকোনো মানুষের হতে পারে। ভালোবাসা কোন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র বা সমাজ দেখে হয়না। মানুষের মনের মিলন থেকে ভালোবাসার সৃষ্টি করে। ধর্ম, গোত্র মেনে ভালোবাসা না হবার কারণে তৈরী হয় আলবিদা নামক শব্দটি। তৈরি হয় আরেক ইতিহাস। আমি ভালোবাসার পক্ষে। ভালোবাসা ছাড়া কোন মানুষ চলতে পারেনা। ভালোবাসা যেকোনো ভাবেই হতে পারে। তবে ভালোবাসা নামের অশ্লীলতার বিরুদ্ধে আমি। বর্তমান সময়ে ভালোবাসা মানেই শারীরিক সম্পর্ক, রাস্তা ঘাটে নিজেদের অশ্লীলতার চরম মুহুর্ত তৈরি করা , বিনোদন কেন্দ্র গুলোতে নিজের বিনোদনের পাত্র পাত্রী হিসেবে উপস্থাপন করা এবং নিজেদের অশ্লীলতা কে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এগুলো কি ভালোবাসা? শারীরিক সম্পর্ক বা অশ্লীলতা কখনো ভালোবাসা হতে পারে? একজন ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রী ভালোবাসার কতটুকু বুঝতে পারে? একজন অষ্টম শ্রেণীর ছাত্রী কিভাবে তার খাতায় লিখতে পারে যে ওমুক কে না পেলে আমি বাঁচবো না? কিভাবে ৭ম শ্রেনীর ছাত্র, ছাত্রীর চরম উত্তেজিত মুহুর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হতে পারে? আবার আজ যে মেয়েটি একটি ছেলের সাথে পার্কে বসে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় কাল আবার আরেক জন ছেলের হাত ধরে সিনেমা হলে সিনেমা দেখে ? কিভাবে একটি ছেলে ৮ টি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে? এগুলো কি ভালোবাসা? এগুলো কে কি ভালোবাসা বলে ? কোন সমাজ কোন রাষ্ট্র কোন পরিবার কোন ধর্ম কি এই ভালবাসার স্বীকৃতি দিতে পারবে ? এই অশ্লীল ভালোবাসা কি পৃথিবীর মধ্যে নতুন তাজমহল সৃষ্টি করতে পারবে ? পারবে কি আরেকটি ইউসুফ জুলেখার সৃষ্টি করতে ? ভালোবাসা কখনো অশ্লীল হতে পারে না। ভালোবাসা শব্দের কয়েক কোটি মাইলের ভিতরে অশ্লীলতা প্রবেশ করতে পারে না। যে ভালোবাসার মধ্যে অশ্লীলতা রয়েছে সেটি কখনো ভালোবাসা হতে পারেনা। যে ভালোবাসার শুরুতেই অশ্লীলতার ইঙ্গিত দেয় বুঝতে হবে সেটা ভালোবাসা নয়। আজকাল একটি কথা বেশি প্রচলিত রয়েছে। কথা টি এরকম, যে একটি ছেলে একটি মেয়েকে ভালবাসে। তাদের সম্পর্ক তিন অথবা চার মাস। এর মধ্যেই ছেলেটি মেয়েটিকে শারিরীক সম্পর্ক করতে প্রস্তাব দেয়। মেয়েটি তখন তার ভালোবাসা বাঁচাতে ছেলেটির প্রস্তাবে রাজি হয়। বাস, চলতে থাকে। পরে ছেলেটি ঐ মেয়েটিকে ছেড়ে চলে যায়। সমাজের কিছু ব্যাক্তি বলে মেয়েটির দোষ ছিল না। সে ভালোবাসে বলেই এই কাজ করছে। কিন্তু আমি ঐ সমস্ত ব্যাক্তির সাথে একমত না। কারন যখন ই শারিরীক সম্পর্কের কথা চলে এসেছে বুঝতে হবে এটা ভালোবাসা নয় এটা ভালোবাসা নামে বিনোদন মাত্র। কারন পৃথিবীর কোন ভালোবাসার মধ্যে অশ্লীলতা ছিল না অশ্লীলতা থাকতে পারেনা। ভালোবাসা সৃষ্টিতে ধ্বংসে না।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360