নিজস্ব প্রতিবেদক:
খুলনায় বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১২০০ বার কোরআন খতম করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ১২০০ বার কোরআন খতমের ব্যতিক্রমী এ আয়োজন করে।
এর আগে সোমবার বিকাল থেকে একই সাথে খুলনা মহানগর ও উপজেলাগুলোতে স্ব-স্ব প্রতিষ্ঠানে থেকেই ২৩৮১ জন এতিম ও হাফেজ কোরআন তেলওয়াত শুরু করেন।
মঙ্গলবার সকাল ৭টায় নগরীর তালিমুল মিল্লাত মাদ্রাসায় দেয়া মাহফিলে অংশ নেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সেরা নিউজ/আকিব