সাতক্ষীরা প্রতিনিধি:
পরিবেশ বান্ধব ও কম করচে বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য সরকারী- বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠী নতুন নতুন বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ করে চলেছে। সে লক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হায়বাতপুর সেবা কৃষক সংগঠনের উদ্যোগে অামন মৌসুমের ধানের ক্ষতিকর পোকাদমনে অালোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করা হয়। এসময় কৃষি ও কৃষককে অাগ্রহী ও উদ্যোগী করে তুলতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ অাসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিঞা,বারসিক কর্মকর্তা, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সদস্য সহ স্থানীয় জনগোষ্ঠী।