স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাস প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। ছোঁয়াছে এই ভাইরাসের কারণে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা স্থগিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়েছে।
করোনাভাইরাসের কারণে শঙ্কা দেখা দিয়েছে ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত্য অলিম্পিক গেমস নিয়েও। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে তারা অলিম্পিক আয়োজন করবেই। অন্যদিকে সারা বিশ্ব থেকে দাবি উঠেছে, অলিম্পিক গেমস স্থগিত ঘোষণা করা হোক।
এরই মধ্যে নতুন খবর, টোকিও অলিম্পিক আয়োজক কমিটির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি, উপ-প্রধান (ডেপুটি চিফ) আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ৬২ বছর বয়সী কোজো তাশিমার করোনায় আক্রান্ত হওয়ার খবরে টোকিও অলিম্পিককে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কোজো তাশিমা শুধু অলিম্পিক আয়োজক কমিটির উপ-প্রধানই নন, তিনি জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও। করোনা পরীক্ষা করার পর তার ফল পজিটিভ আসে। তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোজো তাশিমা বলেন, আমার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দেশে ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বেলফাস্টে অংশ নেন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সভায়। ২ মার্চ থেকে আমস্টারডামে সফর করেন উয়েফার এক বৈঠকে যোগ দিতে। এরপর তিনি চলে যান আমেরিকায়।
সেরা নিউজ/আকিব