ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রাণঘাতী এ করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৩৩।
এদিকে, যুক্তরাজ্যের বিশেজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এছাড়াও এই ভাইরাসে আরও কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে। আর এমনটি হলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা চিকিৎসা দিতে হিমশিম খাবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসোন বলেন, আমরা যেটা জানি না সেটা হলো সবাই যদি আক্রান্ত হয় তাহলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যাবে। কি অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কি? আমাদের করা হিসাব অনুযায়ী যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে ১ শতাংশ মারা যাবেন। আর ১ শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লাখ।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সেরা নিউজ/আকিব