ডেস্ক রিপোর্ট:
নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়ালো। আক্রান্তের সংখ্যাও সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ দেওয়া হিসাবের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ার এ তথ্য দিয়েছে
করোনা নিয়ে মার্কিন ওই বিশ্ববিদ্যালয় তাদের হিসাবে বলছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার ৪১৩ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৬ হাজার ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৬৯ জন।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় এখনো সবার উপরে রয়েছে চীন। দেশটিতে কোভিড-১৯৮ রোগে আক্রান্তের সংখ্যা এখন ৮১ হাজার ৪৯৬। দ্বিতীয় অবস্থানে আছে ইতালি। তবে সবচেয়ে বেশি এবং চীনের চেয়ে প্রায় দ্বিগুণ মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে ৬ হাজার ৭৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৭ জন।
চীন ইতালির পর সবচেয়ে বেশি ২ হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে স্পেনে। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮৯ জন। তবে স্পেনের চেয়ে বেশি আক্রান্তের ঘটনা যুক্তরাষ্ট্রে। সেখানে ৪৮৩ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৮৪১।
এদিকে ইরানে ২৩ হাজারের বেশি আক্রান্তের মধ্যে ১ হাজার ৮১২ জন প্রাণ হারিয়েছেন। তবে মৃত্যু ১১৬ জনের হলেও জার্মানিতে ইরানের চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেখানে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৭৯৮। এছাড়া ফ্রান্সে করোনায় মারা গেছেন ৬৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৮৯ জন।
এদিকে যুক্তরাজ্যে ৩৩৫ এবং নেদারল্যান্ডসে ২১৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডে। এছাড়া বেলজিয়ামে মারা গেছেন ৮৮ জন। জাপানে ব্যাপকহারে আক্রান্তের ঘটনা ঘটতে থাকলেও সেখানে সহস্রাধিক আক্রান্তের সঙ্গে মৃত্যু হয়েছে ৪১ জনের।
সেরা নিউজ/আকিব