বিনোদন ডেস্ক:
ভারতেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা। এই মারণঘাতী কবল থেকে সাধারণ মানুষ যাতে সুস্থ থাকেন, তার জন্য সব সহায় চালাচ্ছে দেশটির সরকার। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও আপাতত ঘরবন্দি।
ঘরের ভিতর কোয়ারেন্টাইনে থেকেই তাই নিজেদের মধ্যে সময় বের করে নিচ্ছেন তারা। এ তালিকায় আছেন সাইফ-কারিনা জুটিও।
এবার ঘরে বসেই ইতালিতে বেড়াতে যাওয়ার পুরনো মুহূর্ত শেয়ার করেন সাইফিনা। যে ছবিতে রোম, ইতালি বলে ক্যাপশন দেন করিনা। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে ইতালি এবং সেখানেকার মানুষ যাতে ভাল থাকেন, সুস্থ থাকেন, সেই প্রার্থনা করে ভালবাসা জানান করিনা।
এদিকে চিনের উহান এবং ইরানের পর মারণ ভাইরাসের জেরে ইতালির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ইতালিত ইতিমধ্যেই ৬০০০ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতালির পাশাপাশি গোটা পৃথিবীতে ১৬ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই করোনা সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে।
সেরা নিউজ/আকিব