অনলাইন ডেস্ক:
করোনা রোগীদের চিকিৎসায় উহানের মতো হাসপাতাল হচ্ছে ঢাকায়। ৩০১ শয্যার হাসপাতালটি নির্মাণ করছে আকিজ গ্রুপ। তেজগাঁওয়ে দুই বিঘা জমির ওপর হাসপাতালটি হবে।
হাসপাতালটির উদ্যোক্তা আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দীন। তাঁকে সমর্থন দিচ্ছেন আকিজের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন ও অন্যান্য পরিচালকেরা। এ ছাড়া সহায়তা করছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালটি তৈরির কাজ শুরু হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা শুরু করা যাবে বলে আশা করছেন সংশিষ্টরা। তেঁজগাও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে হাসপাতালটি হচ্ছে।
আকিজ সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবে।
সেরা নিউজ/আকিব