ফিশিং লিংক দিয়ে আইডি হ্যাক ও ব্লাকমেইলের অভিযোগে গ্রেফতার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ফিশিং লিংক দিয়ে আইডি হ্যাক ও ব্লাকমেইলের অভিযোগে গ্রেফতার - Shera TV
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

ফিশিং লিংক দিয়ে আইডি হ্যাক ও ব্লাকমেইলের অভিযোগে গ্রেফতার

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

হ্যাকার মো. কাউছার আহমেদ ওরফে কাউসিন (২০) ফেসবুক আইডিকে ফিশিং লিংকের মাধ্যমে হ্যাক করত । আইডি হ্যাক করে তিনি ফেসবুক আইডি দিয়ে তথ্য চুরি ও আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত সে। তার স্মার্টফোনে বিভিন্ন মানুষের ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.নাজমুল হাসান বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। হ্যাকার কাউছারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ফিশিং (Phishing) হচ্ছে এমন একটি টেকনিক যার মাধ্যমে একজন হ্যাকার খুব সহজেই আপনার জিমেইল/ফেসবুক সহ অনন্য আইডি কিংবা পার্সোনাল ইনফরমেশন হ্যাক করতে পারে। এবং এজন্য হ্যাকারের খুব বেশি হ্যাকিং নলেজ এর প্রয়োজন হয় না। ফিশিং কোন হ্যাকিং সিস্টেম না। বরং হ্যাকাররা এটাকে একটি স্প্যাম বলে থাকে। এই ফিশিং লিংকের মাধ্যমেই কাউছার সাধারণ মানুষকে ঘায়েল করতো।

তিনি জানান, কাউছারের নামে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে। তার বিরুদ্ধে অভিযোগ সে ফেসুবক আইডি হ্যাক করে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করে। এরপরই তার খোঁজে নামে পুলিশ। অবশেষে কাউছার আহমেদকে মোবাইল ট্রাকিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্ক্রিল এবং জিমেইল কোম্পানি এবং প্রযুক্তির সাহায্য নিয়ে গ্রেফতার করে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট।

ডিএমপি সূত্র জানায়, বুধবার (২ অক্টোবর ) কুমিল্লার কোটবাড়ির একটি হোস্টেল থেকে কাউছারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, নগদ পাঁচ লাখ এবং মোবাইল ব্যাংকিংয়ে ৭৭ হাজার ৭৮৬ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য ,হ্যাকারদের হাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য চুরি ও ভুয়া তথ্য ছড়ানোর হয়রানি থেকে জনগনকে রক্ষা করতে কাজ করে যাচ্ছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট। পাশাপাশি বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড ও পরিচালনা করছে ।

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360