স্পেনে করোনায় আরও ৮৩২ জনের মৃত্যু - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
স্পেনে করোনায় আরও ৮৩২ জনের মৃত্যু - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

স্পেনে করোনায় আরও ৮৩২ জনের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পরা স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনায় মৃত্যুর হার গত দুই দিনের চেয়ে একটু কমেছে। শুক্রবার করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার সেটি কমে ১৭ শতাংশ হয়েছে।

করোনাভাইরাস অত্যন্ত খারাপ অবস্থা তৈরি করেছে ইউরোপে। করোনায় বিশ্বে এই মুহূর্তে সর্বাধিক ৯ হাজার ১৩৪ জনের প্রাণহানি ঘটেছে ইতালিতে। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড স্পেনের।

করোনার বিস্তার ঠেকাতে মানুষের চলাচলের ওপর স্পেন ইতোমধ্যে দুই সপ্তাহের  কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। স্বাস্থ্যখাতের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর জোগান দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, স্পেনে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৮ দশমিক ৮ শতাংশ। শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৮৪৪ জন থাকলেও ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৯ জনে। এছাড়া দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন প্রায় ১২ হাজার ২৮৫ জন।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ২২৪, মারা গেছেন ২৮ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩২৮ জন। এই মুহূর্তে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে; দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৫৬ এবং মৃত ১ হাজার ৭০৪ জন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360