ডেস্ক রিপোর্ট:
করোনাভাইরাস ব্যাপক আকারের বিস্তার নিয়ে বিশ্বকে তার ‘ক্ষমতা’ দেখিয়েই চলেছে। শেষ খবর বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন প্রায় ২৯ হাজার মানুষ। গতকাল শুক্রবার যে সংখ্যাটা ছিল ২৫ হাজারের বেশি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২২ হাজার ৩১৬ জন। আক্রান্তদের মধ্যে প্রাণ দিতে হয়েছে ২৯ হাজার ৮০০ জনকে। তবে সুস্থও হয়েছেন ১ লাখ ৩১ হাজারের বেশি রোগী।
গতকাল শুক্রবার ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৯১৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। ডিসেম্বরের শেষদিকে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মানুষের মৃত্যু হয়নি কোনো দেশে। ইতালির করোনায় মৃত্যুর মিছিলে নাম উঠেছে ৯ হাজার ১৩৪ জনের।
স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৩২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই খবর দিয়ে জানিয়েছে, গোটা দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৫ হাজার ৬৯০ জনের। আক্রান্তও ৭২ হাজার ছাড়িয়েছে।
এদিকে আক্রান্তের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। আজ শনিবার সেই সংখ্যাটা ১ লাখ ৫ হাজার ৭২৬ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩০ জনের।
সেরা নিউজ/আকিব