বিনোদন ডেস্ক:
স্বামীর বয়স ৭৫, স্ত্রী ৪৯ বছরের। দীর্ঘদিনের প্রেম চলতি বছরেই বিয়েতে গড়িয়েছে অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের। সম্প্রতি বেশ ধুমধামে তাদের বিয়ে হলো। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দাম্পত্যে ভর করেছে মৃত্যুভয়। দীপঙ্কর দে’র ফুসফুসে জল জমার সমস্যা দীর্ঘদিনের। তাই করোনা থেকে স্বামীকে বাঁচিয়ে রাখতে রাজ্যের টেনশান দোলনের।
নানা তথ্যে জানা গেছে, হার্টের রোগী, ক্যানসার এবং ডায়বেটিক এবং যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তাদের রিস্ক করোনায় অনেক বেশি। এই তথ্যই ঘুম কেড়েছে দোলনের। তাই সাবধানে থাকতে বহুদিন আগে থেকেই বাড়ির দৈনন্দিন কাজে সাহায্য করা মানুষদের ছুটি দিয়েছেন। একা হাতেই সামলাচ্ছেন গৃহস্থালি।
আনন্দবাজারে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ঘর মোছা থেকে বাসন মাজা সবটাই করতে হচ্ছে নিজেকেই। কী করব বলুন প্রতিনিয়ত মাথায় আসছে যে করেই হোক ওকে সুস্থ রাখতে হবে।’ রান্না বান্না করার অভ্যেস তার অনেকদিন আগে থেকেই। কিন্তু ফিনাইল দিয়ে ঘরের প্রতিটা কোণ যত্ন করে মোছা থেকে শুরু করে জীবাণুনাশক দিয়ে জামা কাপড় কাচা এসব ঝক্কিও তাকে সামলাতে হচ্ছে অভ্যাস না থাকলেও।
এ নিয়ে মজাও করেছেন তিনি। বলেন, ‘এই লকডাউন পিরিয়ড কেটে গেলে দেখব আমার ওজন ৩/৪ কেজি কমে গিয়েছে।’
সেরা নিউজ/আকিব