অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক:
মানুষের দুঃসময়ে বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্রের মানুষের জন্য তো আরো উদার এই শিল্পী। বিশ্বজুড়ে মহামারি করোনার এই সংকটকালে ঢাকাই চলচ্চিত্রের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন ‘খোঁজ-দ্য সার্চ’-এর এই অভিনেতা।

গত শুক্রবার (২৭ মার্চ) ঢাকাই চলচ্চিত্রের অন্তত ২৩০ জন অসচ্ছল শিল্পীর কাছে নিত্য প্রয়োজনী দ্রব্যাদি পৌঁছে দিয়েছেন অনন্ত জলিল। তাকে এই কাজে সহযোগিতা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার পরিচালক ও প্রযোজক সমিতির উদ্যোগে চলচ্চিত্রের আরো ২৬০ জন অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত।

রবিবার বিকেলে চলচ্চিত্রের কলাকুশলী, সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়-শাখার অসচ্ছলদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে বলে জানান চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এসময় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহানসহ এফডিসি কেন্দ্রিক ১৭ টি সংগঠনের নেতারা।

এসময় খসরু বলেন, চলচ্চিত্র নায়ক প্রযোজক অনন্ত জলিলের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের উদ্যোগে এই আপদকালীন সময়ে কলাকুশলী সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয় সহ সকল শাখার লোকজনদের সহযোগিতা প্রদান করা হয়।

এরআগে এমন উদ্যোগ নেয়ার জন্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান অনন্ত জলিল। সামনে যে কোনো বিপদে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ানোরও কথা বলেন তিনি।

মারণব্যাধী করোনার ছোবলে বন্ধ চলচ্চিত্রের শুটিং। আর এ কারণে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিনেমার সঙ্গে জড়িত টেকনিশিয়ান ও শ্রমিকরা।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360