ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস এপ্রিল মাসের শেষ দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে মন্তব্য করেছেন চীনের স্বনামধন্য শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুং নানশান।
স্থানীয় সময় বুধবার চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জুং নানশান বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে।
তবে আগামী বসন্তে আরও একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন যাদের পরামর্শে সেখানে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।
এ দিকে করোনায় বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন ৪৮ হাজার ৩২০ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ১৭১ জন।
গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
সেরা নিউজ/আকিব