ইন্টারন্যাশনাল ডেস্ক:
লাশের সারি দীর্ঘ হচ্ছে ইউরোপের দেশ স্পেনে। প্রতিদিন দেশটির শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৯৩২ জন মারা গেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নয় শতাধিক মানুষের মৃত্যু হলেও মৃত ও আক্রান্তের সংখ্যা কমছে দেশটিতে। গতদিন স্পেনে করোনা আক্রান্ত ৯৫০ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যাটা এখন ১০ হাজার ৯৩৫।
চীনে প্রাদুর্ভাব শুরু হওয়া হওয়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে দশ সহস্রাধিক মৃত্যুর পাশাপাশি আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭১০। আক্রান্তদের মধ্যে ৬ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক।
করোনায় শুধু প্রাণহানি নয় মন্দায় পড়েছে স্পেনের অর্থনীতি। মহামারি শুরুর পর থেকে দেশটিতে চাকরি হারিয়েছেন প্রায় নয় লাখ মানুষ। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন অস্থায়ী কর্মী। প্রায় তিন বছর পর দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখেরও বেশি।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর করোনার ভয়াবহ প্রকোপের মুখোমুখি হয়েছে স্পেন। দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হলেও তা সফল হচ্ছে না। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা খাত প্রায় ভেঙে পড়েছে।
করোনার বিস্তার ঠেকাতে স্পেনে গত ১৪ মার্চ জরুরি অবস্থা জারির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধের দোকানপাট ছাড়া অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। করোনা গতি কমছে।
সেরা নিউজ/আকিব