ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার - Shera TV
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। ৫ অক্টোবর (শনিবার ) ঝালকাঠি সদর ও নলছিটি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেছেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন হয় সেজন্য অন্যান্য বছরের চেয়ে এবছর আরো বেশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে এবারের উৎসব পালিত হবে এটাই আমাদের প্রত্যাশাসেই সঙ্গে তিনি জেলা উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গাপূজার শুভেচ্ছা জানান। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের মিয়া, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন, সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক আল মামুনসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360