আরিফুর রহমান আরিফ:
ঝালকাঠিতে জন্ম সনদ শিশুর অধিকার বাস্তবায়নে দায়িত্ব সবার এই স্লোগান নিয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ পালিত হয়েছে। রবিবার(৬ অক্টোবর) জেলা প্রশাসন এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আরিফুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তানিয়া ফেরদৌস সহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে তার তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।