স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে স্থগিত মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। এ বছর ২-২১ নভেম্বর ভারতের ৫টি শহর কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ এবং মুম্বাইয়ে ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফিফা-কনফেডারেশন ওয়ার্কিং গ্রুপের সুপারিশ মেনে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিফার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক ভারত এক বিবৃতিতে জানিয়েছে, সবার সুরক্ষা আগে। করোনা সংক্রামণ এড়াতে তাই মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল পিছিয়ে দেয়া দরকার ছিল। অদূরভবিষ্যতে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।
সেরা নিউজ/আকিব