মঙ্গলবার (৭ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। অনলাইনে এ ব্রিফিং হয়।
তিনি বলেন, নতুন করে দেশে ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ জন।
আইইডিসিআর বলেন, করোনায় মৃতদের মধ্যে দুইজন ঢাকার, বাকি ৩ জন বাইরের। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ঢাকার কেরানীগঞ্জের একজন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লার একজন, চট্টগ্রামের একজন। আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে একজন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৩ জন।
ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৭৯৫ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আইইডিসিআরের হটলাইনে ৩ হাজার ৩৫৮ জনকে পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত চিকিৎসক ছাড়াও স্বেচ্ছাসেবক চিকিৎসকরা এসব স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন। তারা অনলাইন প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৭৯২ টি নমুনা সংগ্রহ করেছি আমরা। গত ২৪ ঘণ্টায় হোমে সঙ্গরোধে নেওয়া হয়েছে ৬০৬ জন ও প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে ৩২ জনকে নেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সকল প্রকার সঙ্গরোধ থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬৫২। বর্তমানে হোম সঙ্গরোধে রয়েছে ১০ হাজার ১৯২ জন ও প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে ১২৬ জন রয়েছেন।
সেরা নিউজ/আকিব