জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে টোকিও, ওসাকাসহ আরও পাঁচটি অঞ্চলে এক মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জরুরি অবস্থা জারির ঘোষণা দেন তিনি। এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মানুষের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করার আশঙ্কা করছি, তাই আমি জরুরি অবস্থা ঘোষণা করছি। শিনজো আবে আরও বলেন, অর্থনৈতিক প্যাকেজের অংশ হিসেবে সরকার সরাসরি নগদ অর্থ প্রদানের জন্য ৬ ট্রিলিয়ন ইয়েন প্রণোদনার প্রস্তাব করেছে।
৬ মে পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে। জরুরি অবস্থা জারি করা অঞ্চলগুলির গভর্নররা আরও শক্তিশালী প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে আইনি সমর্থন পাবেন। এর আগে গত সোমবার (৬ এপ্রিল) টোকিও মেডিকেল অ্যাসোসিয়েশন রাজধানী শহরটিতে মেডিকেল জরুরি অবস্থা ঘোষণা করে।
ইতোমধ্যে জাপানে করোনাভাইরাসে সংক্রমিত ৩,৯০৬ জনকে শনাক্ত করা হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৯২ জন।
সেরা নিউজ/আকিব