বিনোদন ডেস্ক:
করোনা ভাইরাসের এই পরিস্থিতে টানা শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরে হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন পরীমনি। হোম কোয়ারেন্টাইনে থেকেই পরীমনি বললেন ‘জীবন আর সুস্থ থাকাটা সবকিছুর আগে। এই সংকটের সময়টা কেটে যাক এরপর সব হবে।’
কিছুদিন আগে পরিচালক হৃদি হকের সহকারী পরিচালক কামরুজ্জামানকে বিয়ে করেন পরী। এখন নতুন বিয়ে হলেও এখন দু’জন দুই দিকে রয়েছেন। সংসার করা হচ্ছে কী প্রশ্ন করলেই কথাগুলো বলেন পরী।
এ নায়িকা দুইটি অনুদানের সিনেমার শুটিং করছেন। একটি হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১: সেই সব দিন’, অন্যটি আবু রায়হানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রথম ছবিটি করতে গিয়েই বিয়ে। আর দ্বিতীয় ছবিটির শুটিং শেষ করে গেলেন হোম কোয়ারেন্টাইনে।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর শুটিং শেষ করে ৫ এপ্রিল সুন্দরবন থেকে ঢাকায় ফেরেন পরীমনি। এখন বনানীতে নিজের বাসায় একেবারে একা গৃহবন্দি হয়েই আগামী ১৪ দিন কাটাবেন বলে নিশ্চিত করলেন।
সময়টা কিভাবে কাটবে? জানতে চাইলে পরীমনি বললেন, নতুন সব ছবির চিত্রনাট্য পড়ছি। সিনেমা দেখছি। ওয়েব সিরিজ দেখছি। নিত্যনতুন রান্না করছি। রান্না করতে আমার খুব ভালো লাগে।
সেরা নিউজ/আকিব