লাইফস্টাইল ডেস্ক:
সব সময় মনে রাখবেন হাতের তালুর সাহায্যে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। আঙুলের সাহায্যে নয়।
প্রথমে আপনি আপনার হাতের তালুর মধ্যে ময়েশ্চারাইজার নিয়ে নিন। তারপর সেটি ভালো করে হাতের তালুর মধ্যে ঘসে, একটু উষ্ণ ভাব নিয়ে মুখে মাখুন।
এরপর আলতো হাতে আপনি আপনার গালে ময়েশ্চারাইজার লাগান।
এরপর আপনি আপনার মুখের টি- জোন, কপাল ও থুতনিতে ম্যাসাজ করুন।
এরপর ঊর্ধ্বমুখী হাতে গলা থেকে থুতনি পর্যন্ত লাগান মশ্চারাইজার। এর ফলে মুখের রক্ত চলাচল সঠিকভাবে হয়। এবং ত্বক ভালো থাকে।
সেরা নিউজ/আকিব