ইন্টারন্যাশনাল ডেস্ক:
নিউ ইয়র্কের বেশির ভাগ করোনা সংক্রমণ গেছে ইউরোপ থেকে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। তার ওপর ভিত্তি করে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে। তাতে বলা হয়েছে, বিশ্বে এখন সবচেয়ে ভয়াবহতা বেশি যুক্তরাষ্ট্রে। তার মধ্যে নিউ ইয়র্ক রাজ্যের অবস্থা মারাত্মক।
সেখানে করোনা ভাইরাস বহন করে নিয়েছেন ইউরোপের ভ্রমণকারীরা। ওই গবেষণাপত্রের সহলেখক, মাউন্ট সিনাইয়ের ইকাহন স্কুল অব মেডিসিনের হার্ম ভ্যান বাকেল বলেন, স্পষ্টতই বেশির ভাগ সংক্রমণ ইউরোপিয়ানদের মাধ্যমে হয়েছে। এনওয়াইইউ গ্রোসম্যান স্কুল অব মেডিসিনের একটি আলাদা টিমও একই রকম কথা বলেছে।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সেরা নিউজ/আকিব