ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরও ৪২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪১ জন। মোট সুস্থের সংখ্যা ৭৬১ জন। আর গত একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।
সৌদিতে অবস্থিত বাংলাদেশ জেদ্দা কনস্যুলেটের দেয়া হিসেব অনুযায়ী, দেশটিতে ১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় নাগরিকদের চেয়ে অভিবাসীরা বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনা আক্রান্তের প্রায় ৭০ শতাংশই অভিবাসী।
এদিকে, সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনে দলবদ্ধভাবে চলাচল, আড্ডাবাজি ইত্যাদি।
সৌদিতে করোনার সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রায় এক মাস যাবত দেশটির সরকারি আধা-সরকারি ও বেসরকারি অফিস আদালত, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দেশটির বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ বলবৎ রয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে যে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন তার বেশিরভাগই ইরানে। তবে দেশটির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও রয়েছে।
শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ইরান। দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ স্পিকার, ভাইস প্রেসিডেন্ট, ধর্মীয় নেতা ও আইনপ্রণেতা ছাড়াও অনেক হাই প্রোফাইল নেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডিসেম্বরের শেষ দিকে উহানে আবির্ভূত করোনাভাইরাস চীন, ইরানের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৮ হাজার ১৭ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৩১৩ জনে।
সেরা নিউজ/আকিব