ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা বিপর্যস্ত ইতালিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় মাফিয়ারা। দেশটি যখন করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তারের কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে মাফিয়ারা তখন দরিদ্র পরিবারগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যেসব পরিবার কোয়ারেন্টিনে থাকাকালীন খাদ্য স্বল্পতায় ভুগছে তাদের জন্য বিনামূল্যে খাবার যোগান দিচ্ছে তারা। সাহায্য করছে নগদ অর্থ দিয়েও। তবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালির ক্যাম্পানিয়া, ক্যালাব্রিয়া, সিসিলি ও পুগলিয়াতে বেশ জোরেশোরেই সাহায্য দিয়ে চলেছে বেশ কয়েকটি মাফিয়া দল। এ নিয়ে তদন্ত চালু করেছে দেশটির সরকার। তদন্তকারী দলের সদস্য নিকোলা গ্র্যাটারি বলেন, প্রায় এক মাস যাবত দোকান, ক্যাফে, রেস্তোরা ও পাবগুলো বন্ধ হয়ে আছে।
ফলে এ অঞ্চলের কোটি মানুষের অর্থনৈতিক কার্যক্রম থেমে আছে। এক মাস ধরে তারা এ অসহায় জীবন পার করছে এবং কেউ জানেন না আর কতদিন এভাবে থাকতে হবে। সরকার এখানে মানুষদের নামমাত্র সাহায্য দিচ্ছে। ফলে মানুষজন বাধ্য হচ্ছে মাফিয়াদের সাহায্য গ্রহণে। গ্র্যাটারি উদ্বেগ জানিয়ে বলেন, সরকার যদি দ্রুত অসহায় মানুষদের সাহায্য করতে না পারে তাহলে দ্রুতই মানুষদের সাহায্য করে নিয়ন্ত্রণে নিয়ে নেবে মাফিয়া দলগুলো।
সেরা নিউজ/আকিব