বিনোদন ডেস্ক:
দীর্ঘ দিন ধরে চলা লকডাউনের সময়ে নানা কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন বলিউড তারকারা। কেউ ব্যস্ত শরীর চর্চায়, কেউ ঘর গোছানোয় আবার কেউ দেখাচ্ছেন নিজের নাচের ট্যালেন্ট। তারই ধারাবাহিকতায় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ট্যালেন্ট দেখালেন! সোশ্যাল মিডিয়ায় ভালোই নিয়মিত জাহ্নবী কাপুর। নিয়মিত নিজের জীবনের খুঁটিনাটি সম্পর্কে ভক্তদের আপডেট দিয়ে থাকেন নায়িকা। লকডাউনের সময়েও তার কোনও ব্যাতিক্রম হয়নি। বর্তমানে বাড়িতে ছোট বোন খুশির সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন জাহ্নবী। এরই মধ্যে আবার তুলছেন নাচের নতুন স্টেপ। এই লকডাউনে নাচের ক্লাস ভীষণভাবে মিস করছিলেন জাহ্নবী।
তাই সময় কাটাতে ইনস্টাগ্রামে পোস্ট করলেন নিজের নাচের একটি ভিডিও। মুহুর্তেই তা ভাইরাল। ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন অভিনীত ‘উমরাও জান’ ছবির থেকে ‘সালাম’ গানটি বেছে নিলেন নায়িকা। নিখুঁতভাবে ফুটিয়ে তুললেন প্রতিটি ভঙ্গি-এক্সপ্রেশন। আর তাতেই মাত নেট দুনিয়া। সবাই প্রশংসা করছেন এ নায়িকার। অনেকে বলছেন, জাহ্নবী কাপুর একদম মা শ্রীদেবীর মতোই নাচে পারদর্শী। এই ভিডিওই তার প্রমাণ। অনেকে আবার বলেছেন, এক কথায় দারুণ নাচ। একেবারে চোখধাধানো।
এদিকে আগামীদিনে জাহ্নবীকে দেখা যাবে বায়োপিক ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল, ‘রুহি আফজা’, করণ জোহরের পিরিয়ড ড্রামা ‘ তাখত’ এবং দোস্তানা টু ছবিতে।
সেরা নিউজ/আকিব