অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস ঠেকাতে শহরের পর শহরে চলছে লকডাউন। রাস্তাঘাট জনমানবশূন্য। বিভিন্ন শহরের নামকরা সমুদ্র সৈকতগুলোতে কোনো পর্যটক নেই। আর তার ফলে ডাঙায় উঠে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। কেউ রোদ পোহাচ্ছে। কেউ বা আবার অগভীর জলে সার্ফিং করছে। এমন দৃশ্য দেখা যায়নি বহু বছর।
এরকম ঘটনা মেক্সিকোর একাধিক সমুদ্র সৈকতে ঘটেছে। এপ্রিল মাসের শুরু থেকে লকডাউন চলছে এই দেশে। মেক্সিকো ডেইলি নিউজ সূত্রে খবর, মেক্সিকো সিটির লা ভেন্টানিল্লা নামের একটি ইকো ট্যুরিজম স্পটে এই দৃশ্য এই প্রথম দেখা গেছে। বেশিরভাগ সমুদ্র সৈকতেই একই দৃশ্য। ডাঙায় উঠে এতোটা এগিয়ে আসতে এই প্রথম কুমিরদের দেখা যাচ্ছে। পর্যটক থাকায় বেশিরভাগ সময়েই পানির বাইরে বের হতে চায় না কুমিররা। তারাই এখন নিরাপদে ঘুরে বেড়াচ্ছে।
সম্প্রতি এই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে। ডাঙার উপরে কুমিরদের এভাবে ঘোরাফেরা করতে দেখে অবাক হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। যে সমুদ্র সৈকতে সবসময় পর্যটকে গিজগিজ করে সেখানে একজনও নেই। উলটে গিজগিজ করছে কুমিরে।
এই দৃশ্য অবশ্য এই প্রথম দেখা গেল তা নয়। মেক্সিকোর বিভিন্ন অংশে বন্য প্রাণীদের অবাধে ঘুরতে দেখা গেছে। দ্য সান সূত্রে জানা গেছে, মেক্সিকোর বেশিরভাগ এলাকাতেই বন্য প্রাণীদের জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় ঘুরতে দেখা গেছে। সম্প্রতি টুলুম-এর রাস্তায় গ্র্যান্ড সিরেনিস রিভিয়েরা মায়া রিসর্ট ও স্পা-এর কাছে একটা বাঘকে ঘুরতে দেখা গেছে।
এই ঘটনা অবশ্য শুধুমাত্র মেক্সিকো নয়, গোটা পৃথিবীর। যেখানেই লকডাউন চলছে, সেখানেই শহরের রাস্তায় বা লোকালয়ে বন্য প্রাণীদের দেখা মিলছে। লকডাউনে ভারত থেকে শুরু করে লন্ডনেও ঘটছে এসব কাণ্ড।
সেরা নিউজ/আকিব