ইরানে ক্রমশ কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ইরানে ক্রমশ কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

ইরানে ক্রমশ কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মধ্যপ্রাচ্যে কোভিড নাইন্টিন বিস্তারের উপকেন্দ্রে পরিণত হওয়া ইরানে অব্যাহতভাবে কমছে এর সংক্রমণ। একইসঙ্গে প্রতিদিনই কমে আসছে এই রোগে মৃত্যু সংখ্যা। প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। ইরানের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর শনিবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানান। এতে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড নাইন্টিনে ইরানে মৃত্যুবরণ করেছেন ৭৩ জন। একদিন আগে এ সংখ্যা ছিল ৮৯। এর আগে গত বৃহস্পতিবার প্রাণঘাতী এ রোগে দেশটিতে মারা যান ৯২ জন।
গত ৪ এপ্রিল ইরানে একদিনে কোভিড নাইন্টিনে ১৫৮ জন প্রাণ হারান। এটিই দেশটিতে একদিনে এই রোগে প্রাণ হারানোর রেকর্ড।

এরপর থেকে সেখানে অব্যাহতভাবে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ১১ এপ্রিল মারা যান ১২৫ জন। এরপর থেকে সেখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১০০ এর নিচেই রয়েছে। কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার ৯৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হওয়ার হার শতকরা ৯২ জন।
ইরানের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১, ৩৭৪ জন। একদিন আগে শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৪৯৯ জন। আর ১৬ এপ্রিল আক্রান্ত হন এক হাজার ৬০৬ জন। অর্থাৎ প্রতিদিনই আক্রান্তের সংখ্যাও কমছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী- দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৩১ জন। ইরানে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ১৩৭ ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছে।

সেরা  নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360