বিনোদন ডেস্ক:
ন্যাড়া মাথায় করোনার বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। করোনার এই সময়ে সবার মতো তিনিও গৃহবন্দি। তবে বসে নেই এই অভিনেতা। বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তিনি। তারই ধারাবাহিকতায় করোনার এমন দিনে মাথা ন্যাড়া করে সামনে এলেন। শুক্রবার সিদ্দিক নিজের ফেসবুকে মাথা ন্যাড়া করা কয়েকটি ছবি পোস্ট করেন। নিজের ন্যাড়া মাথার ছবি পোস্ট করে করোনাভাইরাস প্রতিরোধের বার্তাও দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আল্লাহর রহমতে কোভিড-১৯ এর মহামারি আকার ধারণ করতে দিব না।
ঘরে অবস্থান করব, সামাজিক দূরত্ব রক্ষা করব। নিজে সুস্থ থাকব, অন্যকে সুস্থ রাখব। এটাই হবে আমাদের সকলের কামনা। প্রসঙ্গত, শুধু সিদ্দিকই নন, এমন আরো অনেকেই মাথা ন্যাড়া করেছেন এরই মধ্যে।
সেরা নিউজ/আকিব