সেরা নিউজ ডেস্ক:
নোভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যায় মোটেই শীর্ষে নেই আমেরিকা। এ ব্যাপারে চীনই এক নম্বরে। মৃতের সংখ্যা নিয়ে বেজিংয়ের দেয়া সরকারি পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করে হোয়াইট হাউসে শনিবার এ কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দিন দুয়েক আগেই চীনের উহান প্রদেশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা গণনায় ভুল হয়েছিল। মৃতের সংখ্যা বাড়ানো হয় প্রায় ১ হাজার ৩০০। এর জেরে চীনে এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬০০ হয়েছে বলে বেজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়।
এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা শীর্ষে নেই মোটেই। আপনারাও জানেন, চীনই এ ব্যাপারে এক নম্বরে। চীন যে আমাদের খুব ধারে কাছে আছে, তা-ও নয়। আমাদের চেয়ে রয়েছে অনেক এগিয়ে। এটা ওরা (চীন) জানে। আমরাও জানি। জানেন আপনারাও। কিন্তু সে কথা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে না।’’
ট্রাম্প প্রশ্ন তোলেন, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি ও স্পেনের মতো দেশগুলোতে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে উন্নত ও সর্বাধুনিক হওয়া সত্ত্বেও সেখানে এই সংক্রমণে যখন বহু মানুষের মৃত্যু হয়েছে ও হচ্ছে, তখন চীনে সেই হার কীভাবেই বা হতে পারে মাত্র ০.৩৩ শতাংশ?
মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, কোভিড-১৯ সংক্রমণে বেইজিং সরকারিভাবে মৃতের সংখ্যা যা বলছে, আদতে তা অনেক বেশি। তাই এ ব্যাপারে চীনের সরকারি পরিসংখ্যানকে ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন না আমেরিকার প্রেসিডেন্ট।
সেরা নিউজ/আকিব