ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইংল্যান্ডে করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের মোট ০.৬ শতাংশ ব্রিটিশ-বাংলাদেশি। সংখ্যা অনুসারে যা প্রায় ৮৪ জন। সোমবার প্রকাশিত ব্রাক অ্যান্ড এশিয়ান মাইনোরিটি এথনিক কমিউনিটির একটি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যানটি শুধুমাত্র ইংল্যান্ডের।
পরিসংখ্যানে দেখানো হয়, ১৭ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডে হাসপাতালে ভর্তি করোনাআক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন মোট ১৩ হাজার ৯১৮ জন। সংখ্যা অনুপাতে এই মৃতদের মধ্যে ৭৩.৬ শতাংশ শ্বেতাঙ্গ, ১৬.২ শতাংশ বিএএমই (ব্রাক এশিয়ান এথনিক মাইনোরিটি) এবং ০.৭ শতাংশ মিপড। বাকি ৯.৫ শতাংশের আলাদাভাবে কোন জাতিগত পরিচয় চিহ্নিত নয়।
বিএএমই ১৬.২শতাংশের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ৩.০ শতাংশ, পাকিস্তানি ২.১ শতাংশ, বাংলাদেশি ০.৬ শতাংশ, ক্যারেবিয়ান ২.৯ শতাংশ, আফ্রিকান ১.৯ শতাংশ, চায়নিজ ০.৪ শতাংশ, অন্যান্য এশিয়ান বংশোদ্ভূত ১.৬ শতাংশ, অন্যান্য কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত ০.৯ শতাংশ এবং অন্যান্য জাতীগত সম্প্রাদায়ের ২.৮ শতাংশ।
এদিকে, ব্রিটেনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার ব্রিটেনে করোনা আন্তান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৪৫০ জন। এই নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৫০৯ জনে, রোববার যা ছিলো ১৬ হাজার ৬০ জন।
সেরা নিউজ/আকিব