ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় জারি করা লকডাউন আগামী সপ্তাহ থেকে শিথিল করতে চলেছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সোমবার এক ঘোষণায় এমনটা জানিয়েছেন। গত একমাস ধরে দেশটিতে জারি রয়েছে বিশ্বের অন্যতম কঠোর লকডাউন। এতে সেখানে করোনা সংক্রমণ প্রশংসনীয় হারে সীমিত রয়েছে। ৫০ লাখ মানুষের দেশটিতে গত মাসের শেষের দিক থেকে বন্ধ রয়েছে অফিস, স্কুল ও সকল প্রকার অপ্রয়োজনীয় সেবা।
বার্তা সংস্থা রয়টার্স অনুসারে, বর্তমানে নিউজিল্যান্ডে করোনা মোকাবিলায় চতুর্থ পর্যায়ের সতর্কাবস্থা জারি রয়েছে। আরডার্ন এক সংবাদ সম্মেলনে জানান, আগামী সপ্তাহ থেকে সেটি তৃতীয় পর্যায়ে নামিয়ে আনা হবে দুই সপ্তাহের জন্য।
তিনি বলেন, স্বাস্থ্য মহাপরিচালকের সুপারিশ মেনে আমরা সতর্কাবস্থাগুলো কমিয়ে আনতে ও আমাদের অর্থনীতি চালু করতে একটি সুষম পদ্ধতিতে এগিয়ে যেতে পারবো। স্বাস্থ্য মহাপরিচালক সুনিশ্চিত যে, বর্তমানে নিউজিল্যান্ডে বিস্তৃত হারে ছড়িয়ে পড়া কোনো অশনাক্ত কমিউনিটি সংক্রমণ নেই।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, নতুন নিয়মের অধীনে আগামী সপ্তাহ থেকে নিউজিল্যান্ডে নির্মাণ কাজ, পণ্য প্রস্তুত, বনায়ন বাণিজ্য চালু করা হবে। কাজে ফিরে যেতে পারবে কয়েক লাখ মানুষ।
তবে বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল ও রেস্তোরাঁ। তবে অনলাইনে কেনাকাটা করা যাবে।
নতুন নিয়মের অধীনে, সমুদ্র সৈকতে সময় কাটানো, হাঁটতে বের হওয়া, মাছ ধরার মতো কর্মকাণ্ডেরও অনুমোদন দেয়া হবে। দেশজুড়ে প্রয়োজনীয় সেবা ও অন্যান্য কিছু ক্ষেত্রে ভ্রমণ চালু করা হবে। সর্বোচ্চ ১০ বছর বয়সী শিশুদের জন্য আংশিকভাবে স্কুল খোলা হবে। তবে শিশুরা স্কুলে যেতে বাধ্য থাকবে না। স্কুলে যোগদান হবে স্বেচ্ছাকৃত। মৃতদের দাফন ও বিয়ের অনুষ্ঠানও পালন করার অনুমোদন দেয়া হবে। তবে অনুষ্ঠানগুলোয় ১০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবে না।
করোনা মোকাবিলায় নিউজিল্যান্ডের পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সোমবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ৪৪০ জন । মারা গেছেন মাত্র ১২ জন।
সেরা নিউজ/আকিব