স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। করোনার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।
আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের খেলা বন্ধ। খেলোয়াড়রা গৃহবন্দি হয়ে আছেন। আইপিএল, অলিম্পিক গেমসসহ বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।
করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এ বছর বিশ্বকাপ হবে কি না তা জানা যাবে আগস্টে।
এ ব্যাপারে আইসিসির এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, মে মাসে যদি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হয় আর এরপর পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে কি হবে? এসব চিন্তা করেই আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে আইসিসি। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
সেরা নিউজ/আকিব