স্বাভাবিক হতে শুরু করেছে বিধ্বস্ত ইতালির পরিস্থিতি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
স্বাভাবিক হতে শুরু করেছে বিধ্বস্ত ইতালির পরিস্থিতি - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

স্বাভাবিক হতে শুরু করেছে বিধ্বস্ত ইতালির পরিস্থিতি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনায় বিধ্বস্ত ইতালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। প্রতিদিনের নমুনা পরীক্ষায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চিত্র ফুটে উঠেছে।

প্রাথমিক পর্যায়ে যেখানে ৫ জনের নমুনা পরীক্ষায় একজন পজিটিভ শনাক্ত হয়েছে, সেখানে এখন ১৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হচ্ছে একজন। অপরদিকে দিন যতই গড়াচ্ছে, করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতার হার কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।

এ চিত্রকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচনা করে আগামী ৪ মে থেকে সবকিছু খুলে দেয়ার সবুজ সংকেত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে।

এদিকে, সোমবার প্রথমবারের মতো ইতালিতে সংক্রমণের আনুপাতিক হারে সংখ্যায় দিন শেষে ২০ জন কমেছে। এতে দেখা যায়, গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষো করে পজিটিভ শনাক্ত হয়েছে ২ হাজার ২৫৬ জন। এর বিপরীতে একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১ হাজার ৮২২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। সবমিলিয়ে সুস্থ ও মৃতের সংখ্যা ২ হাজার ২৭৬ জন, যার বিপরীতে নতুন আক্রান্ত হয়েছে ২ হাজার ২৫৬ জন অর্থাৎ দিন শেষে মোট সংখ্যা থেকে ২০ জন কমেছে।

সার্বিক করোনার চিত্র অনুসন্ধানে দেখা যায়, ইতালিতে মার্চ মাসের ২ তারিখ থেকে ব্যাপকভাবে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা শুরু করে। এইদিন ২৩ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয় ২ হাজার ৩৬ জন। মৃত্যু হয় ৫২ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরে ১৪৯ জন। এটি পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং এক মাস শেষে ১ এপ্রিল মোট ৫ লাখ ৪১ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয় এক লাখ ১০ হাজার ৫৭৪ জন। প্রথম এক মাসের হিসাবে দেখা যায়, ৫ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে একজন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১৬ হাজার ৮৪৭ জনের।

পহেলা এপ্রিল থেকে ১৫ এপ্রিল সময়ের হিসেবে দেখা যায়, মাত্র ১৫ দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৯৮১ জনের। এতে পজিটিভ শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৫৮১ জন। যেটি আনুপাতিক হারে গড়ে প্রায় ১৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হচ্ছেন এক জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৯০ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছে ২১ হাজার ২৪৫ জন। বিগত ১৫ দিনেই নতুন আক্রান্ত রোগীর সংখ্যা যেমন কমেছে তেমনি বৃদ্ধি পেয়েছে সুস্থ রোগীর সংখ্যা। চলতি মাসের ৫ তারিখে সুস্থ রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৮১৫ জন। ১৫ দিন শেষে সোমবার ২০ এপ্রিল সুস্থ হয়ে বাসায় ফেরা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৮ হাজার ৮৭৭ জন।

এপ্রিল মাসের প্রথম থেকেই করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। পুরো মার্চ মাসে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১৫ হাজার ৭২৯ জন করোনা আক্রান্ত রোগী। আর এপ্রিল মাসের ২০ দিনে সুস্থ হয়েছে ৩৩ হাজার ১৪৮ জন । প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৬৫৮ জন আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে।

সবশেষ হিসেবে, সোমবার পর্যন্ত ইতালীতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৮ হাজার ২৪ জনের। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ২২৮ জন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ১১৪ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৪৮ হাজার ৮৭৭ জন। মোট নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের আনুপাতিক হার ১২ দশমিক ৯৬ শতাংশ। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত এক সপ্তাহের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার সাড়ে ৫ শতাংশেরও কম।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360