ব্রাজিলে খোড়া হচ্ছে গণকবর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ব্রাজিলে খোড়া হচ্ছে গণকবর - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

ব্রাজিলে খোড়া হচ্ছে গণকবর

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খোড়ার কাজ করে যাচ্ছেন খননকারীরা। পরবর্তীতে সেখানেই কফিনে রাখা মরদেহ মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে ওই শহরে। মেনাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, প্রতিদিন ওই শহরে করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

ফলে স্থানীয় প্রশাসনকে প্রতিদিন একশোর বেশি মানুষের মরদেহ সমাধিস্থ করতে হচ্ছে। এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে। কিছুদনি আগেও সেখানে প্রতিদিন গড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

কিন্তু এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। ফলে সেখানে মরদেহ সমাধির দায়িত্বে থাকা দফতর গণকবর খোড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই গণকবরেই কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনকে কবর দেওয়া হবে। ইতোমধ্যেই অনেক দেশেই এভাবেই করোনায় আক্রান্ত রোগীদের কবর দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে মরদেহগুলোর পরিচয় সংরক্ষণ করা হচ্ছে।

brazil-2

এছাড়া মরদেহের কফিনগুলোও নির্দিষ্ট দূরত্বে মাটি চাপা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরজুড়ে যেভাবে মরদেহের সংখ্যা বাড়ছে সে বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেয়র নেটো আশঙ্কা প্রকাশ করে বলেন, শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে তাদের স্বাস্থ্য ব্যবস্থা লোকজনকে হয়তো আর সেবা দিয়ে যেতে পারবে না। হয়তো চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে বলে শঙ্কা ব্যক্ত করেছেন তিনি।

মেয়র বলেন, ব্রাজিলে আমরাই হয়তো সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা এমন জটিল অবস্থায় জীবন-যাপন করছি তবুও ফেডারেল সরকারের কাছ থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না।

ব্রাজিলের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৬৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৬১ জন। নতুন করে মারা গেছে ২০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৪ হাজার ৩২৫ জন। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360