সেরা নিউজ ডেস্ক:
বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের তাণ্ডব থামছেই না। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৬ লাখেরও বেশি মানুষ। অন্যদিকে মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, বিশ্বব্যাপি করোনায় আক্রান্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২৩০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭৯৭ জন। কিন্তু আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা অনেক কম।
মাত্র ৭ লাখ ১৭ হাজার ৮১৯ জন করোনা থেকে মুক্তি পেয়েছেন।
গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। দেশটিতে আক্রান্ত হন প্রায় এক লাখ মানুষ। ৪ হাজারেরও বেশি মানুষ মারা যান সেখানে। তবে চীন থেকে ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকার দেশগুলোতে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত ৪৭ হাজার ৬৭৬ জনের প্রাণহানি ঘটেছে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে। অন্যদিকে আক্রান্তের সংখ্যাও কম নয়। দেশটির প্রায় সাড়ে আট লাখ মানুষ করোনায় আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতেও মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। এছাড়া স্পেনে ২১ হাজার ৭১৭ ও ফ্রান্সে ২১ হাজার ৩৪০ জন মারা গেছেন। করোনার থাবায় ব্যাপক প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যেও। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ হাজার ১শ জন।
সেরা নিউজ/আকিব