ইন্টারন্যাশনাল ডেস্ক:
সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নৌ সেনাকর্মীরা প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার আরো ২৬টি রণতরীতে করোনা ধরা পড়েছে বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বর্তমানে ২৬টি এমন যুদ্ধজাহাজ রয়েছে যাতে করোনা আক্রান্ত হয়েছেন বাহিনীর সদস্যরা। তবে আক্রান্তদের নাম প্রকাশ করতে চাননি তিনি। এমনকি আক্রান্ত জাহাজগুলোর নামও প্রকাশ করা হয়নি।
এই ২৬টি জাহাজ ছাড়াও আরো ১৪টিতে করোনাভাইরাসের মারণ থাবা বসেছিল বলেও জানিয়েছেন সেই মার্কিন কর্মকর্তা। যদিও তার দাবি, সেই ১৪টি জাহাজে থাকা করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় সংক্রমণ আর ছড়ায়নি। বর্তমানে আমেরিকার ২৯৭ রণতরী সমুদ্রে মোতায়েন রয়েছে। কমপক্ষে ৪০টি রণতরীতে করোনা ছড়িয়েছিল।
বুধবার পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত তিন হাজার পাঁচশ ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাদের মধ্যে আটশ জনই রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের।
করোনাযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি পার করেছে, এই বার্তা ট্রাম্প দেওয়ার পরেও আমেরিকায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ৪০ হাজার ছাড়িয়েছে।
সূত্র: ওয়ানইন্ডিয়া, ডেইলি মেইল।
সেরা নিউজ/আকিব