ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীন থেকে আনা ১০ লাখ কেএন৯৫ মাস্ক মানসম্মত নয় বলে মন্তব্য করেছে কানাডা। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ (পিএইচএসি) জানিয়েছে, চীনের এসব মাস্ক মানসম্মত নয় তাই তাদের স্বাস্থ্য কর্মীদের ব্যবহার করতে দেওয়া হবে না।
এর প্রেক্ষিতে সরঞ্জাম সংকটে থাকা প্রদেশ এবং অঞ্চলগুলোতে কেন্দ্রীয় সরকার এসব মাস্ক বিতরণ করেনি বলে মন্তব্য করেছেন কানাডার জনস্বাস্থ্য সংস্থার মুখপাত্র এরিক মরিসেট।
তিনি এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত পিএইচএসি আনুমানিক ১০ লাখ কেএন৯৫ মানসম্মত নয় বলে চিহ্নিত করেছে।
চীনা মডেলের এই কেএন৯৫ মাস্ক এন৯৫ এর অনুরূপ, যা করোনার বিরুদ্ধে লড়ে যাওয়া নার্স, ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের রক্ষার জন্য ব্যবহৃত এক গুরুত্বপূর্ণ ধরনের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে মাস্ক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং টেস্টিং কিট-এর সংকট দেখা দিয়েছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যে চীন সফল। দেশটি এখন বিভিন্ন দেশে করোনা মোকাবিলার সরঞ্জাম পাঠাচ্ছে। কিন্তু চীনের দেওয়া এসব সরঞ্জাম ত্রুটিপূর্ণ বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে চীন থেকে কেনা মাস্ক ফেরত পাঠিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক এবং অস্ট্রেলিয়া। পলিটিকো,গ্লোব।
সেরা নিউজ/আকিব