ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাসের বিস্তার রোধে নেওয়া লকডাউন পরিস্থিতি ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী সোফি উইলমিস শনিবার এ ঘোষণা দিয়েছেন। এর আওতায় আগামী ১১ মে থেকে দোকানপাট খুলে দেওয়ার এবং পরের সপ্তাহে স্কুল-কলেজ চালুর সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির।
১ কোটি ১৪ লাখ বাসিন্দার দেশ বেলজিয়ামে এ পর্যন্ত ৪৪ হাজার মানুষ করোনা আক্রান্ত এবং মারা গেছেন ৬ হাজার ৭০০ জনের বেশি। করোনায় ইউরোপের মধ্যে জনসংখ্যার অনুপাতে মৃত্যু হার এ দেশটিতেই বেশি। তবে এমন পরিস্থিতির মধ্যেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত ১২ মার্চ সারাদেশে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী উইলমিস। শুক্রবার মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর তিনি পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
নতুন সিদ্ধান্তের আওতায় আগামী ৪ মে কাপড়ের দোকান খুলে দেওয়া হবে, যাতে মানুষজন নিজেদের জন্য মাস্ক বানাতে পারে। নির্দেশনায় ১২ বছর বয়সী থেকে সবাইকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এক সপ্তাহ পরে অন্যান্য দোকানপাটসহ ব্যবসাবাণিজ্য খুলে দেওয়া হবে।
স্কুল খুলে দেওয়া হবে ১৮ মে থেকে। তবে এক ক্লাসে ১০ জনের বেশি শিক্ষার্থী থাকতে পারবে না। ৮ জুনের আগে ক্যাফে ও রেস্তোরা খোলা যাবে না।
প্রসঙ্গত, ইউরোপের অনেক দেশ এরইমধ্যে লকডাউন শিথিল করেছে। চেক রিপাবলিকে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। জার্মানিতে দোকানপাট খুলে দেওয়া হয়েছে।
সেরা নিউজ/আকিব