সেরা নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে জর্জরিত পুরো বিশ্ব। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে বিশ্বজুড়ে এক চতুর্থাংশের বেশি প্রাণহানীর হয়েছে সেখানে। পুরো দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। করোনায় পুরো যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ মৃত্যু হয়েছে রাজ্যটিতে। এমতাবস্থায়, প্রায় ৫ হাজার ফার্মেসিকে ভাইরাসটি পরীক্ষার অনুমোদন দেয়ার কথা জানিয়েছেন রাজ্যটির গভর্নর অ্যান্ড্রিও কিয়োমো। এজন্য একটি নির্বাহী আদেশ জারি করবেন তিনি।
সেটি কার্যকর হলে রাজ্যটির বাসিন্দারা তাদের নিকটস্থ ওষুধের দোকানেই করোনার পরীক্ষা করাতে পারবেন। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য নিউ ইয়র্ক টাইমস।
কিয়োমো জানান, প্রতিদিন ৪০ হাজার পরীক্ষার লক্ষ্য নিয়ে ফার্মেসগুলোকে করোনা পরীক্ষার অনুমোদন দেয়া হবে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফার্মেসিগুলোয় পরীক্ষা করা গেলেও সেগুলো মূলত নমুনা সংগ্রহের স্থান হিসেবে ব্যবহৃত হবে। ওই নমুনা পাঠানো হবে রাজ্যের ৩০০ পরীক্ষাগারগুলোয়। সেখান থেকে পুরো প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
কিয়োমো আরো বলেন, ভাইরাস শনাক্তের পরীক্ষার পাশাপাশি ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি শনাক্তের পরীক্ষার হারও বৃদ্ধি করা হবে। মোট চারটি হাসপাতালকে অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনে থাকে স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই পরীক্ষা শুরু হবে।
নিউ ইয়র্কের গভর্নর বলেন, ২১ দিন ধরে নরকে আছি আমরা। এখন আবার ঠিক সেই ২১ দিন আগে ফিরে এসেছি। আমরা এখন সর্বোপরিভাবে পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছি।
করোনা পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় সেবাদানকারীরা, যেমন- পুলিশকর্মী, দমকলকর্মী, বাস চালক ও দোকানের সহকারীরা আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষা করাতে পারবেন।
সেরা নিউজ/আকিব