স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান নিজের সবচেয়ে প্রিয় ব্যাট উৎসর্গ করেছেন করোনা যুদ্ধে। মহাবিপর্যয়ের দিনে সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা ও হাসপাতালের সরঞ্জামাদি কিনতে নিলামে বিশ্বকাপের ব্যাটটি বিক্রি করে গড়েছেন ২০ লাখ টাকার তহবিল। সাকিবের মতো ২০১৩ সালে দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ব্যাট দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
সিনিয়রদের দেখানো পথে হেঁটে এবার মানবতার ডাকে সাড়া দিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল গড়তে যাচ্ছেন তিনি। এ লক্ষ্যে যুব বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছেন এ জুনিয়র টাইগার ক্যাপ্টেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্রিকেট স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন আকবর। পোস্টে আকবর লিখেন, ‘নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সঙ্কটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনালের ম্যাচ জার্সি, ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। #জীবনের জন্য খেলাধুলা।’
সেরা নিউজ/আকিব